গাংনীর সহগোলপুরে জমি নিয়ে বিরোধে নারীসহ আহত-৮ :
এম চোখ ডটকম,গাংনী : গাংনীতে জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের আটজন আহত হয়েছে। সোমবার বিকেলে গাংনী উপজেলার সহগোলপুর গ্রামে এই ঘটনা ঘটে। কাথুলি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলাম জানান সহগোলপুর গ্রামের জিয়ারুল ইসলাম ইন্তাদুলের জমির সীমানা ঘেসে রান্নাঘর নির্মাণের কাজ শুরু করেন। এসময় ইন্তাদুল এসে বাধা দিলে। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের 8 জন আহত হয়। আহতদের মধ্যে ইন্তাদুল ইসলাম 50, তার ছেলে সোহেল ৩০ ও জুয়েল ২৫ । অপরপক্ষে জিয়ারুল ৪০,সাইফুল ৪৫,সুমন ২৫,ইমাদুল ৫০ ও সানোয়ারা ৩৫ আহত হয়। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসারশরিফুল ইসলাম জানান আহতদের মধ্যে জুয়েল ও সোহেলের অবস্থা গুরুতর হয়তাদেরকে রাজশাহী হাসপাতালে রেফার্ড করা হয়েছে ।