গাংনীর সাহারবাটিতে বিএনপির কর্মীসভা
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে কর্মী সভা করেছে বিএনপি। শুক্রবার (০৭ জুলাই) বিকেলে সাহারবাটি চারচারায় এ কর্মীসভার আয়োজন করা হয়।
তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপির নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ কর্মসভার আয়োজন করা হয়। একইসাথে আগামি ১৭ জুলাই খুলনা বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে পথসভা করা হয় সাহারবাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। বক্তৃতায় তিনি বিএনপির চলমান আন্দোলন ও আগামি নির্বাচনের বিষয়ে করণীয় নিয়ে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি সভাপতি নেকচার আলীর সভাপতিত্বে ও যুবদলের সাবেক সভাপতি রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান, পৗরসভার ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুল হক ডাকু, জেলা ওলামা দলের সভাপতি এনামুল হক, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামন মনি, গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইমন, যুবদল নেতা সাহিবুল ইসলাম, ছাত্রদল ঢাকা কলেজ শাখা যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন : তারুণ্য সমাবেশের তারিখ পরিবর্তন বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান