676
গাংনীর সাহারবাটি ইউপি চেয়ারম্যানের কর্মী সমাবেশ
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীর সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমানের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাহারবাটি আটকবর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান স্বপন, আওয়ামী লীগ নেতা সামসুল কামাল ঝন্টু, সাহারবাটি আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, সাবেক মেম্বর তহসিন আলী, ছিতারুল ইসলাম, সাবেক মেম্বর আব্দুল জলিল, কৃষক লীগ নেতা আহসান আলীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার, আগামি নির্বাচনের প্রস্তুতি ও এলাকার উন্নয়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা।