গাংনী র সেই মহিলা মেম্বর মুচলেকায় মুক্ত
এম চোখ ডট কম, মেহেরপুর :
গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য সুফিয়া খাতুনকে মুচলেকায় মুক্তি দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের আদেশে তাকে মুক্তি দেয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক জুলফিকার আলী।
সুফিয়া খাতুন গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সংরক্ষিত দুই নম্বর ওয়ার্ড সদস্য। বারাদি ইউনিয়নের কলাইডাঙ্গা ভোটকেন্দ্রের ভোটকক্ষে অবৈধ অবস্থানের দায়ে তাকে আটক করেছিল ভ্রাম্যমাণ আদালত।
বারাদি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মমিনুল ইসলামের ঘনিষ্ঠজন হিসেবে নৌকার পক্ষে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করেছিলেন তিনি।
প্রসঙ্গত, মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমঝুপি, বারাদী, পিরোজপুর এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ বুধবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ চলছে।