এম চোখ ডট কম, গাংনী:
গাংনী উপজেলার হেমায়েতপুর বাজারের ডাবলু স্টোর থেকে ৭০ হাজার টাকা চুরি হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, হেমায়েতপুর বাজারে ডাবুল স্টোরের মালিক ডাবলু বিশ^াস প্রতিদিনের ন্যায় আজ দোকান খোলেন। এই মুদি দোকানে সকাল থেকে ক্রেতারা আসতে থাকেন। দোকান চলার এক পর্যায়ে পাশর্^বর্তী টয়লেটে গিয়েছিলেন ডাবলু বিশ^াস। ফিরে এসে তিনি দেখতে পান টেবিলের ক্যাশ ড্রায়ার থেকে ৭০ হাজার টাকা চুরি হয়েছে। আশেপাশের দোকানীদের বিষয়টি জানান তিনি। তবে আকস্মিক অপ্রত্যাশিত এ ঘটনায় প্রাথমিকভাবে চোর শনাক্ত করতে পারছেন না তিনি।
হেমায়েতপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, প্রকাশ্য দিবালোকে দোকান থেকে টাকা চুরি খুবই দুঃখজনক। ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে পুলিশে জানানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চোর শনাক্ত করে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
গাংনীর হেমায়েতপুরে দোকান থেকে টাকা চুরি
398
previous post