গাংনীর ৩০৯টি পরিবারের মাঝে জিআর চাউল বিতরণ
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীর অস্বচ্ছল ৩০৯টি পরিবারের সদস্যদের মাঝে জিআর সহায়তা হিসেবে চাউল প্রদান করা হয়েছে। শনিবার গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রাম ও তাঁতপল্লীতে এ সহায়তা প্রদান করা হয়।
দুপুরে এ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দীকা সেতু, সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী।
জানা গেছে, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের (জিআর) মাঝে এ চাউল বিতরণ করা হয়েছে। এ উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ১৯৬টি পরিবার, ভাটপাড়া গুচ্ছ গ্রামের ১০০ পরিবার এবং রাজাপুর গ্রামের অস্বচ্ছল ১৩টি তাঁতী পরিবার এ সহায়তার আওতাভুক্ত। তাদের প্রতিটি পরিবারে ৩০ কেজি করে চাউল দেওয়া হয়।
আরও পড়ুন : গাংনীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত ॥ শিশুসহ জখম চারজন