এম চোখ ডটকম,গাংনী: সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো গাংনীর আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদেরকে। আজ সোমবার সকাল ১০ টায় নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা বিদ্যালয়। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত ছাত্র-ছাত্রীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ (স্বপন)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। এসময় বিশেষ অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান বাবু, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, ধানখোলা (ক) ইউনিট আওয়ামী লীগের মভাপতি আলী আজগর,সাধারণ সম্পাদক জয়নাল হোসেন,ধানখোলা ইউপি সদস্য আবুল বাসার, প্রাক্তন শিক্ষক লিয়াকত আলী,সাবেক মেম্বর জালাল উদ্দীন, গাংনী পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু্, মীর এমদাদসহ, ,রাজনৈতিক নেতৃবৃন্দ,অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাংনী আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
908