এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন মোঃ শহিদুজ্জামান খোকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোখলেসুর রহমান মুকুল। রোববার দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাতে কাউন্সিলরদের গোপন ভোটের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। শাহিদুজ্জামান খোকন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য। মুখলেসুর রহমান মুকুল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। কাউন্সিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহিদুজ্জামান খোকন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। সম্মেলন অনুষ্ঠান উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
