গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতির উদ্দ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন
এম চোখ ডটকম,গাংনী: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে গাংনী উপজেলা আওয়ামীলীগ। শুক্রবার বিকেলে এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের পক্ষ থেকে র্যালী কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপির নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এমপি পতœী লাইলা আরজুমান বানু শিলা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, মনিরুজ্জামান আতুসহ অনেকে। যুবলীগ নেতা রাহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।