269এম চোখ ডট কম, গাংনী:
গাংনী উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিব
এম চোখ ডট কম, গাংনী:
গাংনী উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদ হাসিব। আজ সোমবার বিকেলে গাংনী কাথুলী মোড়ে কৃষক লীগের এক আলোচনা সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে হাসিবকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কৃষক লীগের সভাপতি আতিয়ার রহমান একটি মামলায় কারাবাস থাকায় সহ সভাপতি মাহমুদ হাসিবকে এ দায়িত্ব দিল সংগঠনটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, গাংন্নি পৌর কৃষক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক আসেল উদ্দিনসহ কৃষক লীগের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।