109
গাংনী উপজেলা নির্বাচন।। বিএনপি নেতাকে বহিস্কার
মেহেরপুরের চোখ ডটকম,গাংনী:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় মেহেরপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোকে বহিস্কার করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলফিকার আলী ভুট্টোকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, বিএনপির সংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে কোন নেতা কর্মী যদি এই অবৈধ সরকারের পাতানো কোন নির্বাচনে অংশ নেই তাকে বহিস্কার করা হবে এমন সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। সারা দেশেই বিএনপি নেতাদের কঠোরভাবে হুশিয়ারি করা হয়েছে। এই সরকারের অধিনে কোন নির্বাচন অংশ নেবে না বিএনপি।
জুলফিকার আলী ভুট্টো বলেন, বহিস্কার হবো এসব মাথাই নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। যদি আবারো পাতানো নির্বাচন হয় তবে দেশবাশীর কাছে পুনরায় প্রমাণ হবে যে এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনে অংশ যখন নিয়েছি তখন শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে থাকবো।
প্রসঙ্গত আগামী ২১ শে মে অনুষ্ঠিত গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলফিকার আলী ভুট্টো। ভুট্টো ছাড়াও এই উপজেলায় আরো আটজন চেয়ারম্যান প্রার্থী রয়েছে ন। যাদের মধ্যে সাতজনই আওয়ামী লীগ সমর্থিত।