গাংনী উপজেলা বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন গঠন
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর গাংনী উপজেলার বিএসডিসি’র বীজ ও সার ডিলারদের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যৈ এসোসিয়েশন গঠন করা হয়েছে। এসোসিয়েশন পরিচালনার জন্য রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে উপজেলা কমিটি গঠন করা হয়। সীড প্যালেস সত্বাধিকারী আব্দুল্লাহ আল ফারুক সভাপতি ও শওকত ট্রেডার্সের সত্বাধিকারী হেলাল উদ্দীনকে সাধারণ নির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মেহেরপুর জেলা বিসিআইসি সার ডিলার সমিতি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও বিএডিসি বীজ ডিলার দাউদ হোসেন।
আরও পড়ুন : উচ্চ ফলনশীল আমন ধানের জাত
কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক তৌহিদ মোর্শেদ অতুল, কোষাধ্যক্ষ জিনারূল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য যথাক্রমে জামাল উদ্দীন ও মাজেদুল হক মানিক।
কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ উপজেলার বিএডিসি বীজ ও সার ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন। সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে এসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্যে পূরণে সকলের সহযোগিতা কামনা করেন নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
আরও পুড়ুন : মোদি সরকারের কাশ্মীর নীতি কি জলে গেল