গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাসারের বিদায়ী সংবর্ধনা
এম চোখ ডট কম, গাংনী:
আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে গাংনী ইউএনও সভা কক্ষে এ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার। তিনি দীর্ঘ প্রায় ৮ বছর ধরে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে চাকুরী থেকে অবসর গ্রহণ করেছেন। তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও কন্যা। প্রথামে ফুল ও ক্রেস্ট দিয়ে মীর হাবিবুল বাসারকে শুভেচ্ছা জানান শিক্ষকরা। বক্তব্যে তার প্রশংসা করছিলেন অনেকে। একজন সৎ, দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ মীর হাবিবুল বাসারের বিদায়ী সংবর্ধনা মূলত বিষাদে রুপ নেয়। বক্তব্যে অনেকেই তার বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রশংসা করেছেন। বক্তব্যের মাঝে আবেগে চোখের পানি টলমল করছিল অনেক শিক্ষকের। এমন একজন অফিসারের বিদায় মেনে নেওয়া সহজ নয় বলেও মন্তব্য করেন শিক্ষকরা।
অনুষ্ঠানে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুজ্জামান, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, লুৎফুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. আলম হুসাইন, ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কামরুজ্জামান।
আরও পড়ুন : গাংনীর ৩০৯টি পরিবারের মাঝে জিআর চাউল বিতরণ ৪০০ গরু নিয়ে জামালপুর থেকে ঢাকার পথে স্পেশাল ট্রেন