গাংনী উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী কালাম
এম চোখ ডট কম, গাংনী:
গাংনী উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ঘোষণা দিয়েছেন আবুল কালাম আজাদ। এবারের সম্মেলনে তিনি সভাপতি পদে লড়বেন। প্রার্থীতার বিষয়ে ইতিমধ্যে তিনি পোস্টার ও লিফলেট বিতরণ করেছেন। শহর থেকে গ্রাম পর্যায়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন তিনি। যুবলীগের সভাপতি পদে তিনি অনেক শক্ত অবস্থানে রয়েছেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
জানা গেছে, আবুল কালাম আজাদ গাংনী শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন থেকেই তিনি যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী পরিবার থেকেই তার রাজনীতির সূচনা। পরিবারের সদ্যদের নেতৃত্বের উত্তরসুরী হিসেবে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। ছাত্র রাজনীতির ধাপ পার করে তিনি প্রবেশ করেন যুবলীগে।
নেতাকর্মীরা জানান, আবুল কালাম আজাদ সভাপতি পদে প্রার্থী ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া পড়েছে। দলের জন্য ত্যাগী ও নিবেদিত প্রাণ আবুল কালাম আজাদকে টপকে যাওয়া সহজ নয় বলে জানান অনেকে।
জানা গেছে, আবুল কালাম আজাদ রাজনীতি ছাড়াও ব্যবসায়ীক সমিতিতেও অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকেন। এছাড়াও সামাজিকতায় তার ভুমিকা রয়েছে।
নেতামকর্মীরা জানান, আবুল কালাম আজাদ নেতাকর্মীদের সংগঠিত করা ও তাদের সুখে দুখে পাশে থাকার কারণে তাকেই সভাপতি হিসেবে দেখতে চাইছেন অনেকে। সভাপতি পদে তাই গুরুত্বপুর্ণ ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে আবুল কালামকে। সম্মেলনের মাধ্যমে আবুল কালামই আসছেন সভাপতি হিসেবে এমনটি জানাচ্ছেন অনেকে।
আবুল কালাম আজাদ জানান, মানুষের জন্য রাজনীতি। রাজনীতিতে মানুষের জন্যই আছি। দীর্ঘদিন ধরে সম্মেলন হয়নি। তাই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হলে দল আরও সংগঠিত হবে। সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।