গাংনী এমপির বিশেষ উদ্যোগে থানায় লাশ ঘর নির্মান
এম চোখ ডট কম, গাংনী:
গাংনী থানায় ছিল না লাশ ঘর। ফলে মরদেহ থানায় রাখতে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে পুলিশ সদস্যদের। বিপাকে পড়তে হয়েছে লাশের স্বজনদের। এ সমস্যা সমাধানে এগিয়ে আসেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এমপির কাবিটা প্রকল্প থেকে থানায় চত্ত্বরে নির্মান করা হয় একটি লাশ ঘর। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই লাশঘরের উদ্বোধন করা হয়। এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।
জানা গেছে, ৮ লাখ টাকা ব্যয়ে শীতাতপ নিয়ন্ত্রিত এ লাশ ঘর নির্মান করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। আনুষ্ঠানিকভাবে ফলন উন্মোচন করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।
থানা চত্ত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম (পিপিএম বার-সেবা), গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন ফারহানা ইয়াসমিন।
উপস্থিত ছিলেন সকল ইউপি চেয়ারম্যন, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।