মেহেরপুর শিক্ষা উৎসবের রেজিস্ট্রেশন শুরু গাংনী গণিত পরিবারের আয়োজনে-
এম চোখ ডটকম,গাংনী “মেহেরপুর শিক্ষা উৎসব ২০২৩” এর “অনলাইন রেজিস্ট্রেশন ” শুরু হয়েছে। সোমবার (২৯মে) সন্ধ্যা থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে গাংনী গণিত পরিবার। প্রতিযোগিতার বিভাগ সমূহ ১/ ভাষা উৎসব (ক) বাংলা অলিম্পিয়াড (খ) English Olympiad। ২/ বিজ্ঞান উৎসব (ক) বিজ্ঞান অলিম্পিয়াড (খ) সাধারণ জ্ঞান অলিম্পিয়াড। ৩/ গণিত উৎসব (ক) গণিত অলিম্পিয়াড। তিনটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করা যাবে, ক)প্রাইমারি- ৩য় থেকে ৫ম শ্রেণী। খ)জুনিয়র- ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী। গ) সেকেন্ডারি- ৯ম থেকে ১০ম শ্রেণী বিঃদ্রঃ ভাষা উৎসব ও বিজ্ঞান উৎসবে কেবলমাত্র জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র গণিত উৎসবে তিনটি ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। পৃথকভাবে প্রতিটি উৎসবের রেজিষ্ট্রেশন ফি ৫০ টাকা। (ভাষা উৎসব ৫০৳, বিজ্ঞান উৎসব ৫০৳ ও গণিত উৎসব ৫০৳) যেকোনো প্রয়োজনে এভিল- 01709-410577, সানজিদ 01925-162429, শুভ 01306-814737, তানিম 01972-515288 যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।