গাংনী গণিত পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এম চোখ ডটকম, গাংনী : গাংনীতে গাংনী গণিত পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার বিকেল ৫ টার দিকে গাংনী মহিলা ডিগ্রি কলেজ প্রঙ্গনে এ আয়োজন করা হয়।
ইফতার আয়োজনে আদিত্য শাফি চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেকিন সানজিদের পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অব:) আনোয়ার হোসেন, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সহ সভাপতি মজনুর রহমান আকাশ, সাবেক সভাপতি প্রভাষক রমজান আলী, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, গাংনী গণিত পরিবারের বোর্ড অফ ডিরেক্টর আবির শাফি বিন্দু, আল আমিন আশিক, সাবেক সভাপতি সাইফ হাসান কৌশিকসহ মেন্টর, জুনিয়র মেন্টরসহ সদস্যগণ।