276
এম চোখ ডটকম,গাংনী:
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গাংনী উপজেলা টাস্কফোর্সের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা স্ব্স্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুপ্রভা রাণীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ ও গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টীম লীডার ইসাহক আলী ও সেনেটারী ইন্সপেক্টর মশিউর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।