গাংনী পৌরসভার অর্থায়নে ঈদগাহ ও গোরস্থানের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মেহেরপুরের চোখ ডট কম, গাংনী:
দুই কোটি টাকা ব্যয়ে মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ও গোস্থান ময়দানের আধুনিক সংস্কার শুরু হচ্ছে। রবিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর প্রধান অতিথি হিসাবে এ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্তিব করেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্ত্বব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, প্যানেল মেয়র আসাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিচালনা পর্ষদের সভাপতি আক্তারুজ্জামান অল্ডাম।
এসময় উপস্থিত ছিলেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাউন্সিলর সামিউল ইসলাম, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা,-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতা জামিরুল ইসলাম টিক্কা, ছাত্রলীগ নেতা শাহারুল ইসলামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান ময়দানটিকে আধুনিক যুগের সাথে তাল মেলাতে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গাংনী পৌরসভা ও এলজিইডি একটি প্রকল্প বাস্তবায়ন করবে। নির্মাণ কাজটি করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্ম রোমানা এন্টাপ্রাইজ।