এম চোখ ডটকম,গাংনী: গাংনী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বিকেলে ৯টি পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলামিন হোসেন,,সদস্য সচিব রফিকুল আলম, সদস্য মাজেদুল হক মানিকের নিকট প্রার্থীরা গাংনী প্রেসক্লাবে মনোনয়নপত্র জমা দেন। আগামী ১ ডিসেম্বর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে।
সভাপতি পদে বিজয় টিভি ও সময়ের আলো পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারন সম্পাদক পদে মাই টিভি ও বণিকবার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুব আলম,সহসভাপতি যায়যায়দিনের গাংনী প্রতিনিধি মজনুর রহমান আকাশ,যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক শব্দ মিছিলের জেলা প্রতিনিধি জুরাইস ইসলাম, কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশ বার্তা জেলা প্রতিনিধি তাহেরুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি মিজানুর রহমান,দপ্তর সম্পাদক দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার জেলা প্রতিনিধি জিনারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে গত শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে প্রেসক্লাবে তফসিল ঘোষনা করা হয়।