গাংনী মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিতদের শপথ
এম চোখ ডট কম:
“দুনিয়ার মজদুর এক হও” এই শ্লোগানে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
গাংনী মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এবং কার্যকরী সভাপতি মাহাবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি ছিলেন গাংনী থাানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহিদুজ্জামান শিপু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ১৪ সদস্য বিশিষ্ঠ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ও ফুলেল শুভেচ্ছায় কমিটির সকল সদস্যদের বরণ করে নেওয়া হয়।