গাংনী মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি মনি -সাধারণ সম্পাদক রাশেদ
এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে সভাপতি পদে মনিরুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক পদে রাশেদুল ইসলাম রাশেদ নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাহী সদস্যদের গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন মটর শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আহসান হাবিব সোনা ও সহকারি নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে চেয়ার মার্কা প্রতীকে ১১ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মনি অপরদিকে তার নিকটতম প্রার্থী জমির আলী ছাতা মার্কা প্রতীকে পেয়েছেন শূন্য ভোট। সাধারণ সম্পাদক পদে মই মার্কা প্রতীকে রাশেদুল ইসলাম রাশেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সভাপতি সম্পাদক নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন প্রশাসন ও ভোটারদের কৃতজ্ঞতা জানান।