গাংনী মহিলা ডিগ্রি কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী: গাংনী মহিলা ডিগ্রি কলেজে মোবাইল ফোনের ব্যবহার বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গাংনী ডিগ্রি কলেজ কতৃক আয়োজিত কলেজের হলরুমে বিতর্ক প্রতিযোগীতা -২০২৩ অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় বিপক্ষ দল। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় বিপক্ষ দলের দলনেতা একাদশ শ্রেণির তাহিয়া । বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের সহকারী অধ্যাপক মহিবুর রহমান মিন্টু । এছাড়াও বিচারকের দায়িত্ব পালন করেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক রমজান আলী, সহকারী অধ্যাপক দিলরুবা সুলতানা ও সহকারী অধ্যাপক ছাইফুর রহমান । অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।