গাংনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হাবিব-উল্লাহ বিদায় সংবর্ধনা
এম চোখ ডটকম,গাংনী: গাংনী মহিলা ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাবিব উল্লাহ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তন রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মহিবুর রহমান মিন্টুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন উক্ত কলেজের গভর্নিং বডির সভাপতি এ, এস, এম ইমন।
বিশেষ অতিথি ছিলেন গাংনী মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য নকিম উদ্দিন।
এ সময় বিদায়ী সহকারী অধ্যাপক হাবিব উল্লাহকে নিয়ে আবেগময় ও দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী সহ সহকারী সকল অধ্যাপকগন।
হাবিবুল্লাহ ১৯৬৩ সালে গাংনী উপজেলার মটমুুড়া ইউনিয়নের হোগলবাড়ীয়া গ্রামে মৃত, রহমত উল্লাহ ও মাতা মৃত খায়রুন্নেছা দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সালে গাংনী মহিলা ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। দীর্ঘ সময় সুনামের সাথে দায়িত্ব পালন শেষে গত ১০/১১/২৩ তারিখে তিনি অবসর গ্রহণ করেন।
বিদায় সংবর্ধনা শেষে মাইক্রো যোগে তাকে কলেজ প্রাঙ্গণ থেকে তার নিজ বাড়ি উপজেলার হোগলবাড়ীয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।
এ সময় কলেজের সকল সরকারী অধ্যাপক, কর্মকর্তা- কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিদায় সহকারী অধ্যাপক হাবিব উল্লাহ।