গাংনী রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয়করণের দাবিতে প্রতীকী বন্ধ আন্দোলন অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী; গাংনী রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রতীকী বন্ধ আন্দোলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে এ প্রতীকী বন্ধ আন্দোলনে অংশগ্রহণ করেন।
প্রতীকী বন্ধ আন্দোলনে রাইপুর মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান অভিযোগ করে বলেন, সরকারি বিদ্যালয়ে তাদের সমকক্ষ শিক্ষকরা একই কাজ করে যে উৎসবভাতা, বাড়ি ভাড়াসহ আনুষঙ্গিক বেতন-ভাতা পান, তার অর্ধেকও বেসরকারি স্কুলের শিক্ষকদের দেওয়া হয় না। জাতীয়করণের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি আরোও বলেন, একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বৈষম্য রয়েছে। এবার দাবি আদায় না করে আমরা ফিরব না।
প্রতীকী বন্ধ আন্দোলনে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।