গাংনী র্যাবের অভিযানে মাদক কারবারি আটক।। ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার
এম চোখ ডটকম,মেহেরপুর:
মিঠু শেখ (৫৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মেহেরপুরের গাংনী র্যাব ক্যাম্পের একটি টিম জেলা সদরের তেঘরিয়া আশ্রয়ন প্রকল্পের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭০০ গ্রাম গাজা।
ধৃত মিঠু শেখ আশ্রয়ন প্রকল্পের বদর শেখের ছেলে। তাকে মামলাসহ মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব ১২ গাংনী ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান জানান, মিঠু শেখ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে মাদক পাচার করতো। তার কাছে মাদক আছে মর্মে সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় তার কাছে তার কাছে ৭০০ গ্রাম গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়।
ধৃত মিঠু শেখের বিরুদ্ধে মাদক মামলা সহ মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।