79
গাংনী র্যাবের অভিযানে ৪ কেজি গাঁজা সহ মাদক পাচারকারী আটক
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরে কালীগাংনী গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ লালচাঁদ মিয়া ৩২ নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে গাংনীস্থ র্যাবের একটি টিম এ অভিযান চালায়।
আটক লাল চাঁদ মিয়া মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
র্যাব ১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি এনামুল হক জানান, মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় লালচাঁদের কাছে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনসেট। তার নামে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। সদর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করবে।