এম চোখ ডটকম,গাংনী; গাংনী লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় লুৎফুন্নেছা মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন অভিযোগ করে বলেন, সরকারি বিদ্যালয়ে তাদের সমকক্ষ শিক্ষকরা একই কাজ করে যে উৎসবভাতা, বাড়ি ভাড়াসহ আনুষঙ্গিক বেতন-ভাতা পান, তার অর্ধেকও বেসরকারি স্কুলের শিক্ষকদের দেওয়া হয় না। জাতীয়করণের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি আরোও বলেন, একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বৈষম্য রয়েছে। এবার দাবি আদায় না করে আমরা ফিরব না।
মানববন্ধনে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
গাংনী লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয়করণের দাবিতে মানববন্ধন
284