গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ
এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় গাংনী সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে অবরোধ বিরোধী একটি মিছিল বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি শাহিন আহমেদ । এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল মুস্তাকিন,ক্রীড়া বিষয়ক সম্পাদক শামীম রেজা,গাংনী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিক আজিজ মুন্না, মাজেদুল ইসলাম রিমন,শান্ত ইসলাম, সাংগঠনিক সম্পাদক শুভ আহমেদ, সহ সম্পাদক সজীব হোসেন, গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা,ইবনুল হাসান পথিক,শান্ত,রবিন,শোভন, পিন্টু, তুষার সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।