গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ
এম চোখ ডটকম,গাংনী: বিএনপি-জামায়াতের অপশক্তি, সন্ত্রাস-নৈরাজ্য-হত্যার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ, গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১১ টায় গাংনী সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে হরতাল বিরোধী একটি মিছিল বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাংনী সরকার ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি শাহিন আহমেদ। এ সময় তারা জামাত-বিএনপির নৈরাজ্য ও সহিংসাতার তীব্র নিন্দা জানাই ,সেই সাথে গতকাল বিএনপি’র হামলায় পুলিশ সদস্যের মৃত্যুর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
হরতাল বিরোধী মিছিল ও সমাবেশে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।