গাংনী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (১১ জুলাই) দুপুরে কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য আবু সালেহ মোঃ নাজমুল হক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী, সদস্য উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সন্ধানী সংস্থার পরিচালক আবু জাফর, রিপোর্টাস ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল। আনুষ্ঠানে হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দুর করে সুষ্ঠ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ।