এম চোখ ডটকম, মুজিবনগর : মুজিবনগর উপজেলার গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয় লিমিটিডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত সাধরণ সভায় ওই সমিতির চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা, উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কালব্ উপজেলা ব্যবস্থাপক হাসান মিজানুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয় লিমিটিডের সহসভাপতি সাফায়েত হোসেন, সাধারন সম্পাদক রবিউল ইসলাম মাষ্টার, অর্থসম্পাদক আবু নাইম ডালিম, সদস্য আনিদুল ইসলাম, ইনছান আলী প্রমুখ।
বিগত বার্ষিক সাধারন সভার রেজিলেশন পাঠ করেন সাধারন সম্পাদক রবিউল ইসলাম মাষ্টার ও সাধারণ সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন করেন অর্থসম্পাদক আবু নাইম ডালিম। শেষে সমিতির ভালো সদস্যদের মাঝে শুভেচ্ছা পুরস্কার প্রদান এবং রাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সমিতির ম্যানেজার মাহফুজ আলম।
গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয় লিমিটিডের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
533