171
চুয়াডাঙ্গা একাডেমী মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।
এম চোখ ডটকম,: শান্তিপূর্ণ মহাসমাবেশের নামে বিএনপি জামায়াত কর্তৃক ঢাকায় পুলিশ হত্যা অগ্নিসংযোগ সন্ত্রাস নৈরাজ্য এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের শান্তি সমাবেশ করেছে। আজ সোমবার তিনটার সময় চুয়াডাঙ্গা শহর একাডেমী মোড়ে রিপন মন্ডলের সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জর্দ্দার, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম আসমান, পৌর যুবলীগার নেতা কাদের, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা মহিলা লীগের আহবায়ক নুরনাহার কাকলি, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাঁথিয়া সাহাব, ও স্থানীয় নেতৃবৃন্দ।