জণগনই আমাকে প্রতিষ্ঠিত করেছে, জনগণই আমাকে বিজয়ী করবে- গাংনীতে স্বতন্ত্র প্রার্থী মকবুল
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর-২ (গাংনী) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বলেছেন, আপনাদের কারণেই আমি আজকের এই মকবুল হোসেন। বিভিন্ন নির্বাচনে আপনারা যদি ভোট ও সমর্থন না দিতেন তাহলে আমি এ জায়গায় আমি পৌঁছুতে পারতাম না। এবারের নির্বাচনে যদি আপনারা আমাকে ভালবাসেন এবং ভোট দেন তাহলে আবারও আপনাদের উন্নয়ন করতে পারবো। আপনারাই আমাকে প্রতিষ্ঠিত করেছেন।
রোববার গাংনী উপজেলার আমতৈল গ্রামে নির্বাচনী পথসভায় নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, এবারই আমার জীবনের শেষ নির্বাচন। এর পরের নির্বাচনে আমি হাজাররো ইচ্ছে করলেও আমার পক্ষে আর নির্বাচন করা সম্ভব হবে না। কারণ আমার বয়স। তাই জীবনের শেষ ভোট হিসেবে ট্রাক প্রতীকে ভোট কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, আমি জনতার মানুষ। জনগণই আমাকে আবারও বিজয়ী করবে এই বিশ^াস রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক। আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ইয়াছিন রেজা, সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান সিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন মিঠু, গাংনী উপজেলা যুবলীগ সহ সভাপতি আল ফারুক, ইউপি মেম্বর ফজলুল হক, সানোয়ার হোসেন, সুজা মিয়া ও সাবেক মেম্বর আব্দুল লতিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ষোলটাকা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
শফিকুল ইসলাম শফিক আয়োজিত এ পথসভায় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।