জনদুর্ভোগ লাঘবে মুজিবনগরে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ
এম চোখ ডট কম, মুজিবনগর :
মুজিবনগরের শিবপুর দক্ষিণপাড়া এলাকায় জনদুর্ভোগ লাঘবে এলাকার যুবক উপজেলা তাঁতিলীগের সাবেক সাধারণ সম্পাদক আশাদুল হক বীরের সেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ হওয়ায় খুশি এলাকাবাসী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এলাকাবাসীর যুবক তাঁতিলীগ নেতা বীরের উদ্যোগে নিজের জমিসহ অন্যের বের করে স্বেচ্ছায় বালু আর মাটি দিয়ে এলাকার প্রায় অর্ধশত মানুষ একাত্রিত হয়ে রাস্তা নির্মানের কাজ শুরু করে।
স্থানীয়রা জানায়, এলাকাবাসীর হাঁটার পথ না থাকায় ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে হয় অন্যদের বাড়ির উপর দিয়ে। চাষ আবাদের ফসল বাড়িতে নিয়ে যাওয়া অনেক সমস্যা ছিল দীর্ঘ দিনের। এলাকাবাসীর হাঁটাচলা, কৃষিকাজের জন্য ব্যবহৃত ট্রাক্টরসহ বিভিন্ন জিনিসপত্র এবং অসুস্থ রোগী আনা-নেওয়ায় ভোগান্তি পোহাতে হতো। সড়কটিক হওয়ায় উপকৃত এলাকাবাসী।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসাদুল বলেন, এই মহল্লার যুবক বীর যে উদ্যোগটা নিয়েছে তাকে সাধুবাদ জানাই। কারণ আমরা প্রায় ৪০-৫০ বছর এই পাড়াতে বসবাস করে আসছে। এলাকার মানুষের বিভিন্ন মতভেদে রাস্তাটি হয়নি। দীর্ঘদিন পর এই রাস্তা তৈরি করার জন্য বীর যে উদ্যোগ নিয়েছে এতে এলাকাবাসী অনেক খুশি। এখন এই সড়কটি হেয়ারিং হলে আমরা অনেক উপকৃত হব।
উপজেলা তাঁতিলীগের সাবেক সাধারণ সম্পাদক আশাদুল হক বীর জানান, দীর্ঘদিন ধরে এই পাড়া মহল্লার মানুষ অন্যের জমি দিয়ে চলাফেরা করে। এতে অনেকেরই অসুবিধা। অনেক জায়গায় বিভিন্ন নেতাকর্মীদেরকে জানানোর পরেও এই রাস্তাটি হয়নি। এলাকার কথা ভেবে আমি নিজে উদ্যোগ মহল্লার সবার সাথে কথা বলি। তারা যেন নিজ নিজ জমি এক হাত যদি ছেড়ে দেয় তাহলে আমরা একটি সুন্দর রাস্তা বের করতে পারবো। পরবর্তীতে মহল্লার লোকজনকে সাথে নিয়ে দীর্ঘ এক কিলোর বেশি রাস্তা নির্মাণ করি। এতে করে এলাকাবাসী অনেক খুশি হয়েছে।
এখন আমাদের একটাই দাবি এই সড়কটি যদি হিয়ারিং করে দেয়া হয় তাহলে আমরা অনেক খুশি হবো।