জন্মভূমিতে আসছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন
এম চোখ ডট কম, মেহেরপুর :
জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরে আসছেন। মন্ত্রী হিসেবে শপথের পর এই প্রথম তিঁনি আসছেন জন্মভূমিতে। তাঁর আগমন উপলক্ষে চলছে নানা আয়োজন।
ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। তিঁনি পর পর তিনবার মেহেরপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। গেল মন্ত্রী সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন। এবার পুর্নাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মেহেরপুর জেলার মানুষ ভাসছেন আনন্দের বন্যায়।
তিঁনি মেহেরপুর জেলার প্রথম কোন ব্যক্তি হিসেবে মন্ত্রী পরিষদে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন বলে জানালেন কয়েকজন আওয়ামী লীগ নেতা।
মন্ত্রীর সফর সুচীতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সড়ক পথে রওনা দিয়ে দুপুরে তিঁনি মেহেরপুর শহরে নিজ বাস ভবনে পৌঁছুবেন। এদিন বিকেল ৩টায় মেহেরপুর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে গণসংবর্ধনা গ্রহণ করবেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
চারদিনের সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টায় মেহেরপুর অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরদিন ৩ জানুয়ারী বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে সংবর্ধনা সভায় অংশ গ্রহণ করবেন। মেহেরপুর জেলা প্রশাসন এ সংবর্ধনার আয়োজন করেছে। সফর সময়েল মধ্যে নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্খিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ঘরোয়া মতবিনিময় করবেন তিঁনি। পরদিন ৪ জানুয়ারী সকালে সড়কপথে ঢাকার পথে রওনা করবেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।