গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের মোটরসাইকেল শোডাউন
এম চোখ ডটকম,গাংনী:
জামায়াত-বিএনপির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে গাংনীতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবক লীগ। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গন থেকে মেহেরপুর জেলা স্বোচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহানের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের অংশগ্রহনে মোটরসাইকেল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আরিফুল ইসলাম সোবাহান বলেন দেশ এখন শেখ হাসিনা সরকারের হাত ধরে উন্নয়নের দিকে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। যারা এই উন্নয়নের ধারা কে বাধাগ্রস্ত করতে চাই দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করতে চাই তাদেরকে রাজপথে থেকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, আমরা কাউকে আগে থেকে নাড়বো না যদি কেউ জনগণকে নাড়তে চাই গাংনীর মাটিতে তাদের বসার জায়গা থাকবে না। এ সময় স্বেচ্ছাসেবক লীগের গাংনী উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।