265
এম চোখ ডটকম,মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে কমিউনিটি বেইজড ট্যুরিজম ও ট্যুর গাইড প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার সময় মুজিবনগর কমপ্লেক্স অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার। প্রশিক্ষনের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বাংলাদেশ আবু তাহের মুহাম্মদ জাবের, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের সিবিটি এক্সপার্ট ও ফ্যাকাল্টি মেম্বার আনোয়ার হোসেন ভূইয়া, ট্যুরিজম উইন্ডো এর সত্বাধিকার মনিরুজ্জামান মাসুম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারি পরিচালক মাজহারুল ইসলাম, বোরহান উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, এই প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের পাশাপাশি দেশের পর্যটন শিল্পের উন্নয়নে অবদান রাখতে পারবে।