এম চোখ ডটকম, বারাদী : কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না রেখেই চলছে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজ আর এই নির্মাণ কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তুষার (২৬) নামের এক নির্মাণ শ্রমিক আহত তুষার আলী মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের মকলেস আলীর ছেলে।আজ শনিবার সকালে কাজ করতে এসে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজ চলছে ভবনের পাশ দিয়ে বয়ে গেছে পল্লী বিদ্যুতের ১১০০ হাজার ভোল্টেজ এর বৈদ্যুতিক তার সেখানে কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা না রেখেই চলছে ভবনের তৃতীয় তলার নির্মাণের কাজ শনিবার সকালে ইমারত শ্রমিকরা তৃতীয় তলার ছাদে রড বাধার কাজ করছিল এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত স্টিল টেপ দিয়ে মাপজোকের সময় অসাবধানতা বসত টেপের ফিতাটি তারের উপর পড়লে তুষার বিদ্যুতায়িত হয়ে দ্বিতীয় তলার সিঁড়ি ঘরে ছিটকে পড়ে প্রাণে রক্ষা পায় এ সময় তার বাম পায়ের কিছু অংশ পুড়ে যায় এবং মাথা ফেটে যায়। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে বাজারের স্থানীয় বাজারের চিকিৎসকের কাছে নিয়ে আসে তার অবস্থা খারাপ দেখে চিকিৎসক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জীবনের ঝুঁকি নিয়ে চলছে নির্মাণ কাজ,!! অল্পের জন্য রক্ষা পেলেন নির্মাণ শ্রমিক
232
previous post