জেল হত্যা দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ
আজ ৩রা নভেম্বর , ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের চারজন নেতা , সৈয়দ নজরুল ইসলাম , তাজউদ্দীন আহমদ, মোহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবসটি পালিত হয়ে আসছে। দিনটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। শুক্রবার সকাল আটটার দিকে পুষ্পমাল্য অর্পণের নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন , সদস্য সচিব আয়ুব হোসেন, এছাড়াও সাথে ছিলেন মোনাখালি ইউনিয়ন সভাপতি আবু নাঈম ডালিম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, দারিয়াপুর ইউনিয়ন সভাপতি সাহাজাহান সিরাজ দোলন , সাধারণ সম্পাদক লিংকন , বাগোয়ান ইউনিয়ন সভাপতি ইশতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সোহাগ, জহিরুল সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।