ডেঙ্গু প্রতিরোধে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মশারি বিতরণ
এম চোখ ডটকম,মেহেরপুর: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে মেহেরপুর পৌর কমিটি সেন্টারে বিতারণকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন উন্নয়ন দেখলে বিএনপির হিংসা হয় তারা কোনদিনও অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইনি করোনা কালের সময় আওয়ামী লীগ সরকার পাশে দাঁড়িয়ে ছিল বলেই অসহায় গরীব দুঃখী মানুষ ভালো ভাবে চলাফেরা করতে পারছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শুধু মেহেরপুরের নয় সারা বাংলাদেশে যে ব্যাপকভাবে উন্নয়ন করেছেন তা আজ জনগণ দেখতে পাচ্ছে তাই আবারো নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন তিনি মনে করছেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।