244
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় গাংনীতে শোভাযাত্রা ও আলোচনা সভা
এম চোখ ডট কম, গাংনী: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতায় শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জনসচেতনতা বিষয়ে সব শ্রেণি-পেশার মানুষের করণীয় নিয়ে সরকারি নির্দেশনার আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আহমেদ আলী ও উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডা: সুপ্রভাত রানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।