324
এম চোখ ডট কম, আন্তর্জাতিক ডেস্ক:
আজ শুক্রবার জুম্মার নামাজের সময় ডাকাতি হয়েছে দক্ষিণ আফ্রিকা পুমালাঙ্গা প্রদেশের নেলসস্পিড শহরের কাবোকোয়েনি মসজিদে।খুতবা চলাকালীন সময় ডাকাতদল অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে লুট করে নেয়। এসময় মুসল্লিদের সকলের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ডাকাতির পাশাপাশি তারা মুসল্লিদের জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার সময় জোবরদস্তি করে। জিনিসপত্র দিতে অপারগতা প্রকাশ করায় কয়েকজন মুসল্লিকে পিটিয়ে আহত করে ডাকাতরা। ডাকাতদল যাওয়ার সময় পাকিস্তানি নাগরিকের একটি হাইলাক্স গাড়ি নিয়ে যায়।