দরিদ্র নারীর জীবনমান উন্নয়নে মুজিবনগরে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ
এম চোখ ডট কম, মুজিবনগর:
দরিদ্র নারীর জীবনমান উন্নয়নে মেহেরপুরের মুজিবনগরে আয়বর্ধকমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে তিন দিনের এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উন্নত পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এই স্লোগানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মুজিবনগর এ কর্মসুচী বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) রাশিদুল ইসলাম।
বিশেষ আলোচক ছিলেন ও প্রশিক্ষণার্থীদের ৩দিন মেয়াদী আয়বর্ধনমূলক দক্ষতার সাথে উন্নত হাঁস মুরগী পালনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ কাউছার আলী, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) আব্দুস সালাম, হিসাব সহকারি (ইরেসপো) আকরামুল ইসলাম, মাঠ সংগঠক জাহাঙ্গীর আলম, অনিমেষ চন্দ্র রায়, খাদিজা খাতুনসহ উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ।
মুজিবনগর উপজেলার ১০টি সমিতির ৩০ জন সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ
স্বরসতী খাল থেকে নিষিদ্ধ নেট ও কারেন্ট জাল জব্দ