এম চোখ ডটকম,মুজিবনগর:: মুজিবনগরে দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টে ১ম রাউন্ডের ১৬তম শেষ খেলায় শালিকা একাদশ জয়ী হয়েছে।আজ বুধবার বিকেল ৪টায় দারিয়াপুর ফুটবল খেলার মাঠে দারিয়াপুর গ্রাম বাসীর আয়োজনে টুর্নামেন্টে ২০২২এর কমিটির সভাপতি কামরুল হাসান চাঁদু দারিয়াপুর ফুটবল খেলার মাঠে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। খেলায় শালিকা একাদশ ৬-০ গোলে গোপাল নগর একাদশকে পরাজিত করে জয়লাভ করে। এছাড়াও উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি, কমিটির সাধারন সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্নসম্পাদক মঈনুল ইসলামসহ কমিটির সদস্য বৃন্দ প্রমুখ। অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খেলাটি বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন। খেলাটি পরিচালনা করনে মেহেদী হাসান নয়ন। তাকে সহযোগিতা করেন জাকির ও শাবান মাহমুদ । আগামী রবিবার ২৫ শে সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হবেন আনন্দবাস একাদশ ও বাদিয়াপাড়া একাদশ ।
দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় শালিকা একাদশ জয়ী
280
previous post