270
এম চোখ ডটকম,মুজিবনগর:; মুজিবনগরে দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় গাংনী বাদিয়াপাড়া মহব্বতপুর একাদশ জয়ী হয়েছে।আজ রোববার বিকেল ৪টায় দারিয়াপুর ফুটবল খেলার মাঠে দারিয়াপুর গ্রাম বাসীর আয়োজনে টুর্নামেন্টে ২০২২এর কমিটির সভাপতি কামরুল হাসান চাঁদু দারিয়াপুর ফুটবল খেলার মাঠে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। খেলায় গাংনী বাদিয়াপাড়া মহব্বতপুর একাদশ ১-০ গোলে আনন্দবাস একাদশকে পরাজিত করে জয়লাভ করে। এসময় খেলায় উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি, কমিটির সাধারন সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্নসম্পাদক মঈনুল ইসলামসহ কমিটির সদস্য বৃন্দ প্রমুখ। অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খেলাটি বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন। খেলাটি পরিচালনা করনে মেহেদী হাসান নয়ন। তাকে সহযোগিতা করেন জাকির ও শাবান মাহমুদ । খেলায় গোল দাতাকে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়ে সজীব স্পোর্টস মেহেরপুর এর পক্ষ থেকে একটি জার্সি উপহার তুলে দেন খেলা কমিটির সভাপতি কামরুল হাসান চাদু আগামীকাল ২৬ শে সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায়ম মুখোমুখি হবেন নূরপুর একাদশ ও কান্দবপুর একাদশ ।