ধর্ষণ
মামুনুর রহমান (জোহা)
খবরের পাতা খুললেই প্রতিদিন দেখা যায় ধর্ষণ,,
যারা করে এই নিকৃষ্ট কাজ তাদের নেই কি কোন মা বোন।।
তারা কি পশু শূকুরের দল থাকে মানব রূপে ভবে,,
তোদের বিচার সুষ্ঠুভাবে জানি না হবে কবে।।
ধর্ষণ করার সময় কি তোদের পড়ে না মাকে মনে,,
ছিড়ে ছিড়ে খাস হায়নার মতো ভিডিও করিস ফোনে।।
ছোট শিশু থেকে শুরু করে বিবাহিত কিংবা বোড়া,,
ঝাঁপিয়ে পড়ি কুত্তার মত ছিড়ে খাস উড়া ধড়া।।
কেউ থাকে লাঞ্ছিত হয়ে বেঁচে কেউ যায় অকালে মরে,,
দর্শক হয়ে থেকো নাকো আর প্রতিবাদ করো সুরে সুরে।।
তাদের বিচার কেন হবে না তারা কি নেতাগোতা,,
অন্যায় করলে রেহাই পাবে না যদিও হয় মাতা পিতা।।
এসো সকলে একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানাই,, সাজা নয় ওরে ধর্ষণ যারা করে তাদের ডাইরেক্ট ফাঁসি চাই।।