নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর ডাক পেলেন- ফরহাদ হোসেন……
এম ডটকম ডেক্স;
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১জন প্রতিমন্ত্রী থাকছেন। এ মেয়াদে পূর্ণ মন্ত্রীর ডাক পেয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরাদ হোসেন।
বুধবার ১০ জানুয়ারি সচিবালয়ে প্রেস ব্রিফিং এ মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।
এর আগে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেহেরপুর ১ আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।