240
এম চোখ ডটকম, গাংনী : নবনির্বাচিত মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম কে সাহারবাটি ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের মেহেরপুরস্থ কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ও ইউনিয়নের কৃতি সন্তান শামসুল কামাল ঝন্টু, স্বপন বিশ্বাসসহ বিভিন্ন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
ফুলের তোড়া সম্বর্ধনা ও মালা পরিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান।