এম চোখ ডটকম, মুজিবনগর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আজ শুক্রবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের সঞ্চলনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, মুক্তিয়োদ্ধা হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এর আগে মুজিবনগর উপজেলা কার্যালয়ের সামনে বিশেষভাবে তৈরি মঞ্চে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ও মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল প্রথম পুস্পমাল্য অর্পণ করেন। এছাড়াও মুজিবনগর টেকনিক্যাল স্কুল ও উপজেলা কৃষকলীগ পক্ষে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ মতিউর রহমান।
নানা আয়োজনে মুজিবনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
252
previous post